বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় দিনদুপুরে ছিনতাই: মূল হোতাসহ গ্রেপ্তার ৩ যুবক

বগুড়ার কলোনিতে দিনদুপুরে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনার প্রায় চার মাস পর মুল হোতাসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারদের আজ শুক্রবার আদালতে চালান করেছে পুলিশ। এর আগে গতকাল শহরের বিভিন্ন এলাকা থেকে এই তিন জনকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

তিন যুবক হলেন, শহরের লতিফপুর মধ্য পাড়ার আরিফ শেখ (৩২), চকফরিদ কলোনির তারিকুল ইসলাম তারেক (৩১) ও গণ্ডগ্রামের মোঃ জাহিদ।

গত বছরের ২১ ডিসেম্বর সকাল পৌনে ১১ টার দিকে কলোনিতে অবস্থিত যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছা. আম্বিয়া খাতুনের ম্যানেজার মোঃ তারেককে বাসার সামনে ছুরিকাঘাত করে ৯,১৬,০০০ টাকা ছিনতাই করে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন। এ ঘটনায় ২২ ডিসেম্বর সদর থানায় একটি মামলা দায়ের হয়।


মামলায় শুরু থেকে ছায়া তদন্ত করছিল ডিবি পুলিশ। সেই তদন্তের এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আরিফ শেখকে গ্রেপ্তার করে ডিবি টিম। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তারেক ও জাহিদকে গ্রেপ্তার করা হয়।


এ সময় পুলিশ আরিফের কাছে থেকে একটি চাপাতি দা ও বাকি দুজনের কাছে থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে।


জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারিসহ একাধিক মামলা আদালতে চলমান আছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।


এ ছাড়া আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button