ধর্ম

গাজওয়াতুল হিন্দ চট্টগ্রাম থেকে শুরু হবে: মুফতি কাজী ইব্রাহিম

বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম দাবি করেছেন, গাজওয়াতুল হিন্দ চট্টগ্রাম থেকে শুরু হতে পারে। তিনি বলেন, “আমার শতকরা ৯৮-৯৯ ভাগ পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ধারণা—সবই বলছে যে গাজওয়াতুল হিন্দ চট্টগ্রামের দিক থেকেই শুরু হবে।”

তিনি আরও বলেন, “এই গাজওয়াতুল হিন্দের যোদ্ধারা সবাই জান্নাতপ্রাপ্ত এবং জাহান্নাম থেকে মুক্ত। মহানবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দিয়েছেন।

তিনি যোগ করেন, “সাড়ে ১৪শ বছর আগে এটি ঘোষণা করা হয়েছে। জাহান্নাম থেকে মুক্ত মানেই জান্নাতি, কারণ আখিরাতে তো দুটি জায়গাই রয়েছে—একটি জান্নাত, অন্যটি জাহান্নাম। কাজেই কেউ যদি জাহান্নামে না যায়, তবে সে জান্নাতেই যাবে”।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button