শেরপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু এক

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একনিজ ফিড মিল এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে শেরপুর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল লাল রঙের হাফপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একনিজ ফিড মিলের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার রুমে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার থেকে তামার তার ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সঙ্গে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পুলিশ জানায়, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের ঝলসে যাওয়া দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য তথ্য উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button