
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করল দুই দল।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। এর আগে প্রথম ইনিংসে তারা করেছিল ২২৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংস ছিল ৪৪৪ রানের বিশাল সংগ্রহ, যেখানে মিরাজ খেলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
শুধু ব্যাটেই নয়, বল হাতে আরও ভয়ংকর হয়ে ওঠেন মিরাজ। ৫ উইকেট তুলে নিয়ে তিনি জায়গা করে নেন সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পাশে—তিনিই তৃতীয় বাংলাদেশি যিনি একই টেস্টে সেঞ্চুরি ও ফাইফার তুলে নিলেন।
স্পিন আক্রমণে সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেন। নাঈম হাসান নেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের টপ অর্ডার ধসে পড়ে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত অলআউট হয় ১১১ রানে।
বাংলাদেশের পক্ষে ম্যাচ সেরা হওয়ার মতো পারফরম্যান্স দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি জয়ের প্রধান নায়ক।