স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে স্বামীর মৃত্যু

৮৩ বছরের অসুস্থ স্ত্রীর মৃত্যুর খবরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ৮৬ বছরের স্বামী। পরে স্বামী-স্ত্রী দুজনকেই শ্মশানে একসঙ্গে করা হয়েছে দাহ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে। মৃতরা হলেন- মহেন্দ্র নাথ শীল এবং তার স্ত্রী সুমিত্রা রানী শীল। মৃত মহেন্দ্র নাথ শীল পেশায় একজন নাপিত ছিলেন।
মৃতদের নাতি উত্তম শর্মা সংবাদমাধ্যমকে বলেন, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে তার দাদু রাত সাড়ে ৯টার দিকে স্ট্রোক করে বাড়িতেই মারা যান।
তিনি আরও বলেন, পরে বুধবার ভোরে তাদের সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশানে আনা হয়। সকাল ৮টার দিকে একসঙ্গে দুই চিতা জ্বালিয়ে তাদের দাহ করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সুত্রধর সংবাদমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে শ্বশানে শবদাহের কাজ করে আসছি। কিন্তু এমন ঘটনা এর আগে কখনও দেখিনি।