
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়ে আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিএনপি মহাসচিবের নির্দেশে গণমাধ্যমকে এই তথ্য জানিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (৬ মে)। কখন নামবেন সে সময় চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।
তিনি জানান, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে এসে পৌঁছাবেন।
এর আগে সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী সোমবার খালেদা জিয়া দেশে ফিরবেন কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে। তাকে বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত রাস্তায় সংবর্ধনা জানানো হবে। তার সঙ্গে দুই পুত্রবধূও দেশে আসবেন।