বিএনপিরাজনীতি
ট্রেন্ডিং

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। তাকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিশেষ ফ্লাইটটি ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেওয়া একটি রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। গতকাল সোমবার রাতে এটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পথে কাতারের রাজধানী দোহায় একবার যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায়।


বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানান।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ-জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন, যার উপস্থিতি এই সফরকে দিয়েছে বিশেষ গুরুত্ব। ঢাকায় এসে তিনি উঠবেন ধানমণ্ডির মাহাবুব ভবনে, যা তার পৈত্রিক বাসভবন। অন্যদিকে, সৈয়দা শর্মিলা রহমান থাকবেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য়।

এই বিভাগের অন্য খবর

Back to top button