
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন, সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী (৫৮) ও হাট ফুলবাড়ী ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ বাবলু আহম্মেদ ওরফে বাবলা মিয়া (৩৮)।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এক অভিযানে এই দুজন গ্রেপ্তার হন।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, গত বছরের ১ সেপ্টেম্বর বিষ্ফোরকদ্রব্য উপাদানাবলী আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহারনীয় আসামি ছিলেন কোরবান ও বাবুল। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।