আইন ও অপরাধ

সময় টিভির পরিচালক পদে বহাল থাকছেন আহমেদ জোবায়ের

সংবাদভিত্তিক দেশীয় টেলিভিশন চ্যানেল সময় টিভির পরিচালনা নিয়ে হাইকোর্টে মামলা চলছে ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে। টেলিভিশনটির ব্যবস্থাপনার দায়িত্ব ফিরে পেতে মামলাটি করেন সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্সধারী ও প্রায় ১৮ শতাংশ শেয়ারের মালিক আহমেদ জোবায়ের।

মামলার সূত্রপাত ঘটে সময় মিডিয়া লিমিটেডের ‘বি’ গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে, যাঁরা ‘এ’ গ্রুপের অন্যতম পরিচালক আহমেদ জোবায়েরকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অব্যাহতি দেন। পরে ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে পরিচালক পদ থেকেও অপসারণ করা হয়। এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান আহমেদ জোবায়ের।

এই প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মে (বুধবার) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সময় মিডিয়ার একতরফা সিদ্ধান্তগুলোর ওপর স্থিতাবস্থা জারি করেন।

আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করে। কিন্তু আইন অনুযায়ী ইজিএম করার আগে সব পরিচালককে তিন সপ্তাহ আগে লিখিতভাবে জানানো বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। বরং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আহমেদ জোবায়েরের নামে চিঠি পাঠানো হয়, যা জালিয়াতির শামিল বলে দাবি করেন তিনি।আদালতে এ বিষয়ে তথ্য-প্রমাণ উপস্থাপন করলে ২৪ ডিসেম্বরের ইজিএম এবং একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) সিদ্ধান্তসমূহের ওপর স্থগিতাদেশ দেন আদালত।

ফলে আহমেদ জোবায়ের আপাতত পরিচালক পদে বহাল থাকছেন। আইনজীবীরা জানান, চিঠি জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে ওইদিনের সভাগুলোতে গৃহীত সব সিদ্ধান্তই এখন স্থগিত। এ ছাড়া, ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তাঁর অপসারণ চ্যালেঞ্জের বিষয়েও পরবর্তীতে আদালতে শুনানি হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button