
লা লিগায় অভিষেক মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে ভেঙে দিলেন সাত দশকের পুরোনো রেকর্ড।
বুধবার (১৪ মে) মায়োর্কার বিপক্ষে গোল করে তিনি ছাপিয়ে যান ১৯৫৩-৫৪ মৌসুমে আলফ্রেডো ডি স্টিফানোর করা ২৭ গোলের রেকর্ড। এখন পর্যন্ত লিগে ২৮ গোল করে এগিয়ে গেছেন ফরাসি এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে তাঁর গোল সংখ্যা ৪০, যা চলতি মৌসুমে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
যদিও রিয়াল মাদ্রিদের মৌসুমটা খুব একটা স্মরণীয় নয়, এমবাপ্পে ঠিকই নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। তিন ডজনেরও বেশি গোল করে ইতোমধ্যেই পেছনে ফেলেছেন রিয়ালের সাবেক তারকা রোনালদো, করিম বেনজেমা ও রুদ ফান নিস্তেলরুইকে।
মায়োর্কার বিপক্ষে ম্যাচে পুরো স্টেডিয়ামের নজর ছিল কেবল এমবাপ্পের দিকে। তার গোলে ভাঙে ৭২ বছর পুরোনো এক রেকর্ড—যা অর্জন করতে পারেননি লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোও।
গত পাঁচ মৌসুমের পরিসংখ্যানও বলছে, এমবাপ্পে মানেই গোল আর রেকর্ড।
২০২০-২১ মৌসুমে ৪২ গোল
২০২১-২২ মৌসুমে ৩৯ গোল
২০২২-২৩ মৌসুমে ৪১ গোল
২০২৩-২৪ মৌসুমে ৪৪ গোল
এখন দেখার বিষয়, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে আরও গোল করে এমবাপ্পে কতটা ইতিহাস গড়তে পারেন।