ক্যাম্পাসবিশ্ববিদ্যালয়
ট্রেন্ডিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা

তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর কাকরাইলে চলমান আন্দোলন থেকে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। তিনি বলেন, “আমরা কোনো ষড়যন্ত্র করতে আসিনি, কারো বিরুদ্ধে কথা বলতেও আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবেই।”

দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা রাতও কাটিয়েছেন সেখানেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা এখনও সড়কেই অবস্থান করছেন, যার ফলে কাকরাইল মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজট তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, বুধবার সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি গুলিস্তান ও মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে দুপুর ১২টা ৪০ মিনিটে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরপর থেকে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বুধবার রাত ১০টার দিকে আন্দোলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় এবং কেউ একজন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন।

রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এক ব্রিফিংয়ে বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button