বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগ-আ. লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার দুই উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল হয়। মিছিল শেষে অভিযুক্তরা পালিয়ে গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও ভাইরাল হলে রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মাসুদ রানা (৪৫), খরনা ইউনিয়ন যুবলীগের সদস্য সাদিক (২০), খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোফাজ্জল হোসেন (৪৬), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক

শাজাহানপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) মাসুদ করীম জানান, “আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকার পরও তারা গভীর রাতে মিছিল করেছে এবং নাশকতার চেষ্টাও করেছে।”

অন্যদিকে সোমবার (১৯ মে) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আরও একজন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— আবু তাহের রানা (৩৪), তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে তালোড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, “আবু তাহের রানা রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন, তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে পরপর দুই অভিযানে জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button