
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আব্দুল কাফি গ্রেফতার হয়েছেন।
বুধবার (২১ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন কানছগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি বগুড়ার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃত আব্দুল কাফি (৫৩) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি একই উপজেলার পারতিতপরল গ্রামের মৃত ছায়েদ জামানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, মোঃ আব্দুল কাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে