
সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের লা লিগার শেষ ম্যাচটি শুধুমাত্র একটি মৌসুমের সমাপ্তি নয়, বরং একটি গৌরবময় যুগের ইতি টানল। এই ম্যাচের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের তিনজন কিংবদন্তি—কোচ কার্লো আনচেলত্তি, মিডফিল্ডার লুকা মদ্রিচ এবং উইঙ্গার লুকাস ভাসকেজ—কে বিদায় জানাচ্ছে।
দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচিং করিয়ে ১৫টি ট্রফি জেতানো কার্লো আনচেলত্তি ক্লাব ছেড়ে যাচ্ছেন, ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে। একইসঙ্গে ক্লাবের প্রাণভোমরা লুকা মদ্রিচও বার্নাবেউয়ে আজকের ম্যাচের পর শেষবারের মতো খেলতে নামছেন। তবে জুনের ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকবেন। এ ছাড়া, ক্লাবের আরেক বিশ্বস্ত সৈনিক লুকাস ভাসকেজও আজকের ম্যাচের পর রিয়াল মাদ্রিদের হয়ে আর মাঠে নামবেন না।
কোচের ছেলে এবং সহকারী কোচ দাভিদে আনচেলত্তিও আজকের ম্যাচের পর রেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করবেন।
আজকের ম্যাচটি তাই কেবল একটি লিগ ম্যাচ নয়, বরং রিয়াল মাদ্রিদের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। কিংবদন্তিদের এই বিদায় চিরকাল ক্লাবের সমর্থকদের হৃদয়ে থেকে যাবে।