
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার ওমরপুরের পদ্ম পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (১৬) পৌর এলাকার ফোকপাল দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে ইমরান হোসেনসহ একদল শ্রমিক কাজের জন্য বাড়ি থেকে ভটভটি যোগে বের হয়। পথিমধ্যে ওমরপুরের পদ্ম পুকুর এলাকায় পৌঁছালে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ইমরান হোসেনর মাথার সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে অভিযোগ পেলে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে হাইওয়ে পুলিশ।