
বগুড়ায় পুলিশকে মারধরের মামলার আসামি রোহান ব্যাপারীর বিরুদ্ধে নিজের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৫ মে) রাত ১১ টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
চলতি বছরের ১৫ এপ্রিল রাতে মদপ্য অবস্থায় বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। সেই মামলার আসামি রোহান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর আগে প্রেমের সম্পর্কের থেকে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার ববি আক্তারকে বিয়ে করেন প্রতিবেশী রোহান ব্যাপারীর। তাদের একটি ছেলে ও একটি কন্যা সন্তান আছে।
পুলিশকে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই রোহান স্ত্রী ববিকে নিয়ে শহরে নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সম্প্রতি রোহান বেলী নামের আরেক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়লে স্ত্রী বাধা দেয়। এনিয়ে বেশ কিছুদিন ধরে দুজনের ঝগড়া চলছিল।
এরই জেরে রোববার রাতে বাকবিতণ্ডতার একপর্যায়ে ববিকে উপর্যপুরি ছুরিকাঘাত করে রোহান। পরে নিজেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায়। চিকিৎসক মৃত ঘোষণা করলে সেখান থেকে পালিয়ে যান রোহান।
হত্যার ঘটনাটি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের ওসি হাসান বাসির বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হবে৷ এ ছাড়া রোহানের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।