ধুনট উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় নদী থেকে দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে বাঙ্গালী নদী থেকে শাহজাহান আলী (৪৫) নামে এক দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবিনগর বাঙ্গালী নদীর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান আলী নবিনগর গ্রামের রোমজান আলীর ছেলে।

জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে শেরপুর উপজেলার একটি এলাকায় দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার কথা জানিয়ে মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে কথা বলেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি।

সোমবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button