শিবগঞ্জ উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া জেলা পুলিশের মোকামতলা তদন্ত কেন্দ্রের অভিযানে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৭ মে ২০২৫ ইং তারিখ রাত ১২টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪.৫ কেজি গাঁজাসহ মো: আ: মজিদ শেখ (৫০), পিতা-মৃত কাদের শেখ, মাতা-মৃত সারজান খাতুন, সাং- বেতবাড়িয়া, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে। নতুন করে এ ঘটনায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button