
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দেশের বিভিন্ন স্থানে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে। ইতিমধ্যে ১ হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং (এমএফএস) এজেন্টকে অনলাইন জুয়ার লেনদেনে জড়িত থাকার প্রমাণসহ শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কার্যক্রমও চলছে। অপরাধে জড়িত এজেন্টদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে, যাতে তাদের লাইসেন্স বাতিল এবং অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া যায়।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়া এখন বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে। সহজে অর্থ উপার্জনের আশায় অনেকেই এতে জড়িয়ে পড়ছে, যা তাদের আর্থিকভাবে নিঃস্ব করছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড, পারিবারিক সহিংসতা এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ নম্বর ধারা অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচার শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। এছাড়াও ২১ ও ২২ ধারা অনুযায়ী জুয়া লেনদেন, প্রতারণা বা জালিয়াতি কঠোরভাবে নিষিদ্ধ।
সিআইডি সকলকে অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কোনো সন্দেহজনক অ্যাপ, ওয়েবসাইট বা নম্বরের তথ্য থাকলে সিআইডির সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।