বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১৫৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও প্রায় ২৫০ জনকে।

সোমবার (২৭ মে) রাতে বগুড়া সদর থানায় এ মামলাটি দায়ের করেন নয়ন মিয়া নামের একজন ব্যক্তি।

নয়ন মিয়া বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

মামলায় তিনি অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন’ চলাকালে তার ওপর এবং অন্যান্য আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা সেদিন কাটা রাইফেল, আগ্নেয়াস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। উদ্দেশ্য ছিল, তাদের আন্দোলন দমন করা এবং শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা। গুলিবিদ্ধ হন বাদী নয়ন মিয়াও। পরে আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।


মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জেলা (নিষিদ্ধ কার্যক্রমে জড়িত) আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুসহ আরও অনেকে।

বগুড়া সদর থানা সূত্র জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও প্রমাণ সংগ্রহে কাজ করছে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button