আবহাওয়া
৬ জেলায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

দেশজুড়ে চলমান প্রবল বর্ষণের প্রভাবে আগামী ২-৩ দিনের মধ্যে ছয়টি জেলা বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (২৯ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বন্যার ঝুঁকিতে যেসব জেলা: ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজা, হবিগঞ্জ, নেত্রকোনা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টিপাত যদি কমে যায়, তাহলে পানি দ্রুত নেমে যাবে।”এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আগামী তিনদিনের মধ্যে পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ড সাধারণ মানুষকে বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে।