ঈদের আগে বগুড়ার মাংস বাজারে ভাটা, কমেছে দামেও ভিড়ও

নিজস্ব প্রতিবেদক: বছর ঘুরে আবারও এসেছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। কুরবানির ঈদ মানেই আল্লাহর সন্তুষ্টিতে পশু কোরবানি আর আমিষের ছড়াছড়ি। তবে ঈদের ঠিক আগে বগুড়ার বাজারগুলোতে চোখে পড়ছে ব্যতিক্রম এক চিত্র—কমেছে মাংস ও মাছের দাম, সেই সঙ্গে কমেছে ক্রেতার ভিড়ও।
বগুড়ার ফতেহ আলী পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, গরু ও খাসির মাংসের দোকানগুলোতে ভিড় অনেকটাই কম। যদিও মুরগির দোকানে কিছুটা ক্রেতা দেখা গেছে, তবে সামগ্রিকভাবে বাজারে চাহিদার ঘাটতি লক্ষ্য করা গেছে।
গরুর মাংস: ৭২০–৭৩০ টাকা/কেজি (পূর্বে ৭৫০ টাকা)
খাসির মাংস: দামে তেমন পরিবর্তন নেই, তবে বিক্রির গতি মন্থর
মুরগির মাংস: কমেছে ১০–২৫ টাকা/কেজি
মাংস বিক্রেতা জানান, “ঈদের আগে মানুষ কোরবানির দিকেই বেশি মনোযোগ দেয়, বাজার থেকে মাংস কেনার প্রবণতা কমে যায়।”
ক্রেতা বলেন, “দাম কিছুটা কমলেও ঈদের আগে এখন বাজারে তেমন প্রয়োজন হয় না, সবাই অপেক্ষায় কোরবানির।”
মাছের বাজারেও পড়েছে ঈদের ছায়া
পাঙাশ, তেলাপিয়া, রুইসহ বিভিন্ন মাছের দাম কিছুটা কমলেও, বাজারে তেমন ভিড় চোখে পড়েনি। বিক্রেতাদের মুখে নেই ঈদের হাসি, অনেকেই বলছেন, ঈদের আগেই বাজার একপ্রকার ফাঁকা।
ঈদের আমেজ যত বাড়ছে, বাজার যেন ততটাই হালকা হয়ে পড়ছে। বিক্রেতারা আশা করছেন, ঈদের পর আবার জমে উঠবে বাজার, ফিরবে আগের ব্যস্ততা।
📌 আপনার এলাকার বাজার পরিস্থিতি ও ঈদ আয়োজনের খবর জানাতে আমাদের ইনবক্স করুন বা কমেন্ট করুন নিচে।