নন্দীগ্রাম উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একজন নিহত

বগুড়ার নন্দীগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শরিফ উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) রাত ৮টার দিকে নন্দীগ্রাম পৌরসভার বেলঘড়িয়া শিয়ালগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ উদ্দিন উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের বিলশা বেলঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম সাব-রেজিস্টার অফিসের একজন অভিজ্ঞ দলিল লেখক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দলিল অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শরিফ উদ্দিন। পথিমধ্যে বেলঘড়িয়া এলাকায় খড়বোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।”

শরিফ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ব্যাপক শোকের আবহ বিরাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button