জাতীয়
ট্রেন্ডিং

জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা

২০২৪ সালের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ আহত গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’দের জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে এই সীমা থাকবে ৪ লাখ ৭৫ হাজার টাকা, যা পরবর্তী দুই অর্থবছরে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হবে।

সোমবার (২ জুলাই) জাতীয় সংসদে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বিশেষ এই করমুক্ত সুবিধাগুলোর ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা বলেন,

“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’দের প্রতি রাষ্ট্রের বিশেষ দায়িত্ববোধের জায়গা থেকে ২০২৬-২০২৭ অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।”

অন্যদিকে, দেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ধাপে ধাপে তাঁদের করমুক্ত আয়ের সীমাও বাড়ানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বিশেষ নাগরিক গোষ্ঠীগুলোর প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সম্মান প্রদর্শনের ইতিবাচক প্রতিফলন।

এই বিভাগের অন্য খবর

Back to top button