অর্থ ও বানিজ্য

সিগারেটে দ্বিগুণ শুল্কের প্রস্তাব, বাড়তে পারে দাম

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটসহ তামাকজাত পণ্যে শুল্ক ও কর বৃদ্ধি করার প্রস্তাব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে বিভিন্ন খাতে কর ছাড়, ভর্তুকি এবং কিছু ক্ষেত্রে শুল্ক বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

সিগারেট পণ্যে পরিবর্তন যা আসছে:

  • সিগারেট পেপার আমদানির সম্পূরক শুল্ক:
    আগে ছিল ১৫০%, এখন প্রস্তাব করা হয়েছে ৩০০%
  • সিগারেট প্রস্তুতকারকদের নিট বিক্রয়মূল্যে অগ্রিম কর:
    আগে ছিল ৩%, এখন প্রস্তাব করা হয়েছে ৫%

এই কর বৃদ্ধির ফলে সিগারেট উৎপাদনের খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তার উপর। অর্থনীতিবিদরা মনে করছেন, এটি জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক হলেও নিম্নআয়ের মানুষের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।

বাজেটে উল্লেখ করা হয়েছে:
“তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করাই এই কর বৃদ্ধির মূল উদ্দেশ্য।”

বাজেটের আরও গুরুত্বপূর্ণ দিকগুলো:

  • কিছু খাদ্য ও কৃষিপণ্যে কর ছাড়
  • বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত
  • শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি

এই বিভাগের অন্য খবর

Back to top button