রাজনীতি

৫ আগস্টের আগে যেন নির্বাচনের ঘোষণা না আসে, দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, “আগামী ৫ আগস্ট আমাদের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্ণ হবে। এই উপলক্ষে একটি ঐতিহাসিক ঘোষণা—‘জুলাই সনদ’—প্রকাশ করতে চাই আমরা। দেশের জনগণ এই সনদের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ ও শাসনব্যবস্থার একটি সুস্পষ্ট রূপরেখা দেখতে চায়।”

তিনি আরও বলেন, এই সনদের প্রকাশের আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে, চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই ৫ আগস্টের আগে যেন নির্বাচন সংক্রান্ত কোনো ঘোষণা না আসে, এই দাবি জানায় এনসিপি।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি জানান, “অনেক দল এখন দ্রুত নির্বাচনের দাবি তুলছে, কিন্তু আমরা বলেছি—১৬ বছর অপেক্ষা করেছি, ১০ মাসও পার হয়েছে, আর মাত্র দুই মাস ধৈর্য ধরলেই আমরা একটি যুগান্তকারী রাজনৈতিক নথি উপহার দিতে পারি জাতিকে। এই সময়টা সরকারের দেওয়া উচিত।”

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, “জুলাই সনদ বাস্তবায়নে নির্ধারিত ৩০ কার্যদিবস অনেক আগেই পার হয়েছে, অথচ কার্যকর অগ্রগতি এখনও অনুপস্থিত। আমরা জোর দিয়ে বলেছি—এই সময়ের মধ্যেই নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের কাঠামো ও আইন সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

তার কথায়, “জাতীয় স্বার্থে ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু দলীয় স্বার্থে নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন দেশ ও জনগণের কল্যাণ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজনৈতিক ঐক্য থাকলে সামনে এগোনো সম্ভব।”

এই বিভাগের অন্য খবর

Back to top button