ধুনটে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় কাজী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আবু সাইম (৩০) নামে এক নিকাহ রেজিস্টারকে গ্রেপ্তার (কাজী) করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার গজিয়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু সাইম উপজেলার চকডাকাতিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি গোপালনগর ইউনিয়নের বিবাহ রেজিস্টার এবং উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মীসভা চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে ২৬ জানুয়ারি ধুনট থানায় মামলা করেন। মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। আবু সাইমকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।