
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ২টা ৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ একটি হিরো হাংক মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. রুবেল শেখ (২৮), পিতা: মো. হাবিবুর রহমান, মাতা: মোছা. রহিমা বেগম, সাং: ভোটহাট, থানা: ভুরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।
২. মো. লাবলু মিয়া (৩২), পিতা: মৃত জয়নাল আবেদীন, মাতা: মোছা. লাইলী বেগম, সাং: দেওয়ানী খামার বাগভান্ডার, থানা: ভুরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম।
পুলিশ সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে করে ফেনসিডিল বহন করছিলেন এবং গন্তব্য ছিল ঢাকামুখী। গোপন সংবাদের ভিত্তিতে এই চেকপোস্টে তাদের গতিরোধ করে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন বলছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।