আবহাওয়া

রোববার থেকে বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সহসাই কমছে না ভ্যাপসা গরম।

মে মাসে কিছুটা আগাম বৃষ্টিপাত হলেও পরে কমে যায় মেঘের আনাগোনা। বাড়তে থাকতে তাপমাত্রার পারদ। মৌসুমি বায়ু কম সক্রিয় হওয়ায় ঝরছে না বৃষ্টি। এ কারণে কয়েক দিন ধরেই রাজধানীতে অস্বস্তিকর ভ্যাপসা গরম।

সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রিকশাচালক কিংবা দিনমজুরকে তীব্র গরম উপেক্ষা করেই নামতে হচ্ছে জীবিকার খোঁজে।

৩ দিন ধরে রাজশাহীতে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরম বাতাস ও প্রচণ্ড রোদে নাকাল নগরবাসী।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button