
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সব পথ হারিয়ে এখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গেছেন। তিনি বলেন, “১৫ দিন আগে বিএনপি ছয় দিন পর্যন্ত সময় চাওয়ার পরও ইউনূস সাহেব এক ঘণ্টা সময় দেননি। অথচ এখন তিনি ১২ ঘণ্টা বিমান চালিয়ে আমাদের নেতার সঙ্গে কথা বলতে লন্ডনে গেছেন। সেই আলোচনা হবে শুক্রবার। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়ে যায়।”
বুধবার বিকালে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, “আল্লাহর সব দিনই পবিত্র, তবে শুক্রবার দিনটা একটু বেশি। আমি আশা করি, ইউনূস সাহেব সৎভাবে ও সত্যভাবে আমাদের নেতার সঙ্গে কথা বলবেন। আমি জানি, তারেক রহমানের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে—দেশ পরিচালনার সব সক্ষমতা তার আছে।”
ড. ইউনূসের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানিয়ে ফজলুর রহমান বলেন, “আপনি আমার মুরুব্বি, আমার চেয়ে নয় বছর বড়। আপনি একজন নোবেলজয়ী। আমি আশা করি, তারেক রহমানের সঙ্গে আপনার আলোচনার মধ্য দিয়ে দেশ রক্ষার একটি পথ খুঁজে পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, “আমরা আর আন্দোলন করতে চাই না। চলবে-চলবে, জ্বলবে-জ্বলবে, আগুন-আগুন—এসব নয়। বাংলাদেশের মানুষ এখন কেবল একটি ভোটাধিকার চায়।”