
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৩ জুন) বিকেল ৪ টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
বিদ্যুৎ শহরের বৃন্দাবন দক্ষিণপাড়া দুলাল শেখের ছেলে বলে জানা গেছে।
নিহতের ঘটনা বগুড়া সদর থানার ওসি হাসান বাসির নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে বিদ্যুৎ ও রনি নামে দুই বন্ধু একসাথে ছিলেন। এ সময় দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বাধে। এর এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিদ্যুৎ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি হাসান বাসির বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ রনি নামে নিহতের বন্ধুকে খুঁজছে। রনি সম্পর্কে জানা গেছে, তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করার পর বিস্তারিত জানা যাবে।