আন্তর্জাতিক খবর
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মধ্য ইসরাইলে আঘাত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরাইলে আঘাত করেছে। এতে দুইজন ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।
শনিবার (১৪ জুন) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রথমে ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-কে জানিয়েছে, আজ সকালে মধ্য ইসরাইলে আবাসিক ভবনগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের সবাইকে শামির মেডিক্যাল সেন্টার ও উলফসন মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
পরে হিব্রু সংবাদমাধ্যম ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য ইসরাইলের রিশন লেজিওন এলাকার আবাসিক ভবনগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর আরো একজন নিহত হয়েছেন।