বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার জেরে শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত জিতু ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নিহত শাকিল শহরের শিববাটি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে বয়সের কারণে প্রস্তাবটি পরিবার প্রত্যাখ্যান করে।


এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা অবশেষে রক্তাক্ত পরিণতিতে রূপ নেয়।

নিহতের পরিবারের অভিযোগ—শনিবার বিকেলে জিতু ও তার সহযোগীরা শাকিলকে শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ফুলবাড়ী জোড়াঘাটে নিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান,

“স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জিতুকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button