বিনোদন

বিশ্ব বাবা দিবসে অপু-বুবলীর পোস্টে শাকিব খান

আজ বিশ্ব বাবা দিবস। এই বিশেষ দিনে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে আলোচনায় এলেন তার দুই সন্তানের মা—চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একের পর এক পোস্টে বাবা-সন্তানের ভালোবাসার মুহূর্তগুলো শেয়ার করেছেন তারা।

প্রথমে একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, ছয় বছর বয়সী ছেলে আব্রাম খান জয় গান গাইছে আর পাশে বসে তা শুনছেন শাকিব খান। গানের প্রশংসা করে অপু বিশ্বাস ক্যামেরার পেছন থেকে বলেন, “খুব সুন্দর গাইছো”, আর শাকিব সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে বলেন, “ভেরি গুড”। ভিডিওটি শেয়ার করে অপু লেখেন, “বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা–ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।”

অপুর পোস্টের মাত্র ২১ মিনিট পরেই আরেকটি ভিডিও প্রকাশ্যে আনেন শবনম বুবলী। সেখানে দেখা যায়, শাকিব খানের ঘরে বসে ছেলে শেহজাদ খান বীর কার্টুন দেখছে। যদিও শাকিবের চোখে ঘুমের ছাপ, তবুও বাবা-ছেলের মধ্যে দেখা যায় প্রাণবন্ত খুনসুটি। ভিডিওতে শাকিব ছেলেকে উদ্দেশ করে বলেন, “তোমার বাবা কে?”, “আমরা কোনো গ্রুপের মালিক”, ইত্যাদি মজার কথা বলে হাস্যরস তৈরি করেন। এক পর্যায়ে বুবলী বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।” বীর বাবাকে পাপ্পা দিলে শাকিবও ছেলেকে আদর করে কয়েকটি পাপ্পা দেন। পুরো মুহূর্তটি ধারণ করেন বুবলী নিজে।

ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।”

বিশ্ব বাবা দিবসে এই দুই ভিডিওতেই উঠে আসে শাকিব খান ও তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর অন্তরঙ্গ ও আবেগঘন মুহূর্ত, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button