বগুড়ায় হত্যাকাণ্ডে অভিযুক্ত নেতা বহিষ্কার, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

বগুড়ায় একটি মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়—জিতু ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিতু ইসলামের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
গত ১৪ জুন, শনিবার দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় ৩২ বছর বয়সী শাকিল মিয়া নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জিতু ইসলাম। পরিবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিরোধ তৈরি হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পরপরই পুলিশ জিতুকে আটক করে এবং আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।