প্রয়োজনীয় তথ্য

ট্রাফিক আইন লঙ্ঘনে যে ১৩টি কারণে মামলা করতে পারে পুলিশ সার্জেন্ট

বাংলাদেশে ট্রাফিক আইন অমান্য করলে পুলিশ সার্জেন্ট নিম্নোক্ত যেকোনো কারণেই মামলা করতে পারেন:

  1. ড্রাইভিং লাইসেন্স না থাকলে
  2. মেয়াদোত্তীর্ণ ফিটনেস, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন বা ইন্স্যুরেন্স
  3. ট্রাফিক সিগন্যাল অমান্য
  4. অতিরিক্ত গতি
  5. উল্টোপথে চালানো
  6. হেলমেট ছাড়া বাইক চালানো বা আরোহীর হেলমেট না থাকা
  7. মোবাইল ফোনে কথা বলে গাড়ি চালানো
  8. অবৈধ বা নিষিদ্ধ স্থানে পার্কিং
  9. উচ্চ শব্দে হর্ণ বা ডিজে বাজানো
  10. ধোঁয়া ছাড়ে বা ফিটনেসবিহীন গাড়ি চালানো
  11. বাসে ছাদে যাত্রী বা অতিরিক্ত যাত্রী বহন
  12. হেডলাইট বা ব্যাকলাইট কাজ না করা
  13. পুলিশের সঙ্গে অসহযোগিতা

জরিমানার পরিমাণ (২০২৪-এর হালনাগাদ আইন অনুযায়ী):

ড্রাইভিং লাইসেন্স না থাকলে – ৳৫,০০০

হেলমেট ছাড়া বাইক চালানো/আরোহী হলে – ৳২,০০০

ট্রাফিক সিগন্যাল অমান্য – ৳১০,০০০

উল্টোপথে চালানো – ৳৫,০০০

বৈধ কাগজপত্র না থাকলে (প্রতিটি আইটেমে) – ৳৫,০০০

ঝুঁকিপূর্ণ চালনা বা ওভারটেকিং – ৳৩,০০০

নিষিদ্ধ স্থানে পার্কিং – ৳৫০০ থেকে ৳২,০০০

হাইড্রোলিক/মডিফাইড হর্ণ বাজানো – ৳২,০০০

মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো – ৳৩,০০০

গতিসীমা অতিক্রম – ৳৪,০০০

সাথে লাইসেন্স না থাকলে – ৳১,০০০

অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন – ৳২,০০০

জেব্রা ক্রসিং না মানা (Jaywalking) – ৳৫০০

অনুমোদনবিহীন যানবাহন চালানো – ৳৫,০০০

⚠️ মনে রাখুন: কিছু অপরাধে জরিমানার পাশাপাশি মামলা হতে পারে এবং গাড়ি জব্দ করারও বিধান রয়েছে।

✅ নিয়ম মানুন, নিরাপদ থাকুন। সচেতন থাকুন, সড়ক হোক নিরাপদ।
📢 এই তথ্যটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button