আন্তর্জাতিক খবর
ট্রেন্ডিং

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: প্রতিক্রিয়া দেখাল সৌদি-পাকিস্তান

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও পাকিস্তান।

শনিবার (২২ জুন) রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ইরানের ঘটনাবলী, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার ঘটনায় সৌদি আরব গভীর উদ্বেগের সাথে নজর রাখছে।” বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলা হয়, উত্তেজনা হ্রাস এবং আরও সংঘাত এড়াতে এখনই রাজনৈতিক সমাধানে পৌঁছানো জরুরি।

এদিকে পাকিস্তানও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, মার্কিন এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, “আমরা মনে করি, জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে। বেসামরিক মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করতে হবে। সংঘাত বন্ধ করতে হবে এখনই।” দেশটি সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করারও আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, এই হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এখনও অনেক লক্ষ্যবস্তু রয়েছে। আজ রাতটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক।”

ট্রাম্প আরও বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেয়া। সন্ত্রাসের মদদদাতা দেশটির পারমাণবিক হুমকি থামাতেই আমাদের পদক্ষেপ।”

বিশ্লেষকদের মতে, এই হামলা ও তাতে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া আগামী দিনে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button