জাতীয়
ট্রেন্ডিং

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২২ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে ঢাকার গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে একই দিন সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা এলাকায় আটক করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। বিএনপির দায়ের করা মামলার ভিত্তিতে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এদিকে কে এম নুরুল হুদাকে ঘিরে সংঘটিত মব-হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার রাতেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “মব সৃষ্টি করে যে বা যারা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button