আইন ও অপরাধ

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা: ‘মব’ তৈরি ঘটনায় হানিফ মিয়া আটক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির মাধ্যমে হেনস্তার ঘটনায় হানিফ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল উত্তরা এলাকা থেকে হানিফ মিয়াকে আটক করে এবং আজ ভোরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।

বর্তমানে হানিফ মিয়া থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

এর আগে রোববার রাজধানীর উত্তরায় নূরুল হুদার বাসভবনে একদল ব্যক্তি প্রবেশ করে তাঁকে বের করে আনেন। এরপর জুতার মালা পরিয়ে ও ডিম নিক্ষেপ করে তাঁকে প্রকাশ্যে হেনস্তা করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ভিডিও ফুটেজে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায়, ‘দিনের ভোট রাতে করাসহ’ নানা অভিযোগে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার পর রোববার রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়, “অভিযুক্ত ব্যক্তির ওপর হামলা ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, যা আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ। যারা ‘মব’ তৈরি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

এই বিভাগের অন্য খবর

Back to top button