
ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে ২০২২ সালে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি করলেন তিনি। ফলে ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরের জার্সিতে দেখা যাবে ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালের ডিসেম্বরে প্রায় ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন রোনালদো। এরপর থেকে সব ধরনের প্রতিযোগিতায় ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন তিনি। যদিও দলগত সাফল্য ছিল সীমিত; সর্বশেষ মৌসুমেও প্রো লিগে তৃতীয় হয়েছে আল-নাসর। তবে ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব ছিল তার দখলে।
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি নানা আলোচনা চলছিল। গত মাসে ফাতেহর বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে।’—যা গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। অবশেষে সেই গল্পের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
নতুন চুক্তি সইয়ের পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’