
ব্যাংক হলিডে উপলক্ষে আজ ১ জুলাই দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ রয়েছে। একইসঙ্গে স্থগিত রয়েছে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করা হয়। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য দিনটি ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।
এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট ও পে-অর্ডার সেবা চালু নেই। শুধু অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্যাংক বন্ধ থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও লেনদেন স্থগিত রয়েছে। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে অধিকাংশ লেনদেন সম্পন্ন হওয়ায় ব্যাংক ছুটির দিনে পুঁজিবাজারে কার্যক্রম চালানো সম্ভব নয়।