অর্থ ও বানিজ্য
সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে নতুন প্রজ্ঞাপন, ১ জুলাই থেকে কার্যকর

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিমে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন হার অনুযায়ী, স্কিম ভেদে মুনাফার হার সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) থেকে এ হার কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি এসব স্কিমে মুনাফার হার ছিল ১২.২৫ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী—
- পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে
- সাড়ে সাত লাখ টাকা বা তার কম বিনিয়োগে মুনাফা: ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%)
- এর বেশি বিনিয়োগে মুনাফা: ১১.৮৩% (আগে ছিল ১২.৩৭%)
- পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে
- সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফা: ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%)
- এর বেশি বিনিয়োগে মুনাফা: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)
- পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে
- সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফা: ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%)
- এর বেশি বিনিয়োগে মুনাফা: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)
- তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব
- সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফা: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)
- এর বেশি বিনিয়োগে মুনাফা: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)
প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে ধাপে ধাপে আরও কম মুনাফা দেওয়া হবে।
তবে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে।