ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশে খেলতে আসতে চাইছে না ভারত

আগস্টে সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে এই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কয়েকদিন ধরেই। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সফরে কোহলি-রোহিতরা আসছেন না। এবার সেই শঙ্কা আরও জোরালো হলো।

সোমবার বিসিবির বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত এ বছর না এলে সিরিজটি পরবর্তী সময়ে আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘আগস্ট বা সেপ্টেম্বর—এমন কিছু না। আলোচনা চলছে কীভাবে সিরিজটা করা যায়। যদি তারা এখন আসতে না পারে, তাহলে আমরা পরবর্তী সম্ভাব্য সময়ে সিরিজটি আয়োজন করব।’

এই বিভাগের অন্য খবর

Back to top button