সারাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২ জুলাই) দুপুরে ৭৯ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবু ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

নিহতের বাবা গণমাধ্যমকে জানান, বাবুসহ ৪-৫ জন স্থানীয় ব্যক্তি গরুর ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে, হালদারপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাবু মারা যান। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

এ বিষয়ে বিজিবি কর্মকর্তা লে. কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে অবস্থিত। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button