বগুড়া জেলা

বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বুধবার (২ জুলাই) বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি ও প্রাণবন্ত আলোচনা সভা ছিলো দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ।

সকাল সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। এরপর মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এইচ আলিম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, হাসান মোল্লা এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, ক্লাব সদস্য মহসিন রাজু, জহুরুল ইসলাম, হারুন তালুকদার, শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তারসহ বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (AIPS) প্রতিষ্ঠার পর থেকে এই দিনটি স্মরণে ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। বাংলাদেশসহ এআইপিএস-এর অন্তর্ভুক্ত অন্যান্য দেশগুলোতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button