শিবগঞ্জ উপজেলা
ট্রেন্ডিং

শিবগঞ্জে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) ২টা ৫ মিনিটে উপজেলার মুরাদপুর এলাকার মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৫)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত সামছুদ্দিন ও মোছা: মমতাজ বেগমের পুত্র।

পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া রফিকুল ইসলামের বিরুদ্ধে আগেও ৪টি মাদক মামলা রয়েছে।

ঘটনার পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ।

এই বিভাগের অন্য খবর

Back to top button