শাজাহানপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর থানা এলাকায় রেকর্ডকৃত একটি চাঞ্চল্যকর হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোবারক মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামান (৩২), পিতা- মোঃ আব্দুস সামাদ, মাতা- মোছাঃ আঙ্গুরী বেগম, সাং- বড়পাথার মধ্যপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন।

তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়ের করা মামলা নং-০১, তারিখ- ০১/১১/২০২৪, জিআর নং- ৩২৪/২০২৪ এ উল্লিখিত অভিযোগসমূহ হলো:

অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(এ) ধারা,

দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা,

বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।তাকে মোবারক মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button