তথ্য ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন ৫০০ টাকা

ব্রডব্যান্ড ইন্টারনেটের জনপ্রিয় প্যাকেজ ৭০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করেছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। নতুন এই সিদ্ধান্ত আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

আইএসপিএবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ৫ এমবিপিএস গতি দেয় না, বরং গড়ে ১০ এমবিপিএস গতির সেবা প্রদান করে। সে অনুযায়ী ৫০০ টাকা থেকে নতুন প্যাকেজ চালু করা হচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও উন্নত দেখতে চাই। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ও রাজস্ব ভাগাভাগি (Revenue Sharing) প্রত্যাহার করে, তাহলে আইএসপিগুলো গ্রাহকদের ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস পর্যন্ত গতি দিতে পারবে।”

তিনি আরও জানান, “বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে চান না, অথচ আইএসপিগুলো তা আদায় করে সরকারকে জমা দেয়। এতে সেবাদানকারীরা আর্থিকভাবে চাপে পড়ে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button