সারাদেশ

শেখ মুজিব প্রসঙ্গ থাকায় পরীক্ষা বাতিল

খুলনা সরকারি বিএল কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্ন করায় সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের সৃজনশীল প্রশ্নপত্রে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির প্রসঙ্গ তুলে ধরা হয়।

প্রশ্নপত্র তৈরিতে দায়িত্বে থাকা সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকারকে শোকজ করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি, ঘটনার তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নপত্রে সংখ্যা বিন্যাসে অস্বাভাবিকতা ছিল। প্রশ্ন শুরু হয় ৫ নম্বর থেকে, এরপর ৬, তারপর ১, ২, ৩— এমনভাবে। ৯ নম্বর প্রশ্নে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এক নাতনিকে নিয়ে যাওয়া রিয়াজ নামের একজনের উদাহরণ তুলে ধরা হয় এবং বঙ্গবন্ধুর ৬ দফা দাবির প্রসঙ্গ উল্লেখ থাকে।

প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা চলার পর প্রশ্নপত্রের বিষয়বস্তু ও ভুল নজরে আসে কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে প্রথমে পরীক্ষা স্থগিত এবং পরে বাতিল করা হয়।

বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, “শুধু ৯ নম্বর নয়, ৪, ৭, ৯ ও ১১ নম্বর প্রশ্নেও ভুল ছিল। কয়েকটি প্রশ্নের সঙ্গে উদ্দীপকের মিল ছিল না। শিক্ষার্থীরা প্রশ্ন দেখে হাসাহাসি শুরু করে। এরপর প্রশ্নপত্র প্রত্যাহার করে পরীক্ষাটি বাতিল করা হয়।”

তিনি আরও জানান, বিএল কলেজের প্রশ্নপত্র দেশের বিভিন্ন কলেজে অনুসরণ করা হয় এবং তা টেস্ট পেপারেও ছাপা হয়। এজন্য দায়ী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে। প্রশ্নপত্রের কিছু নমুনা সংরক্ষণ করা হয়েছে, বাকিগুলো নষ্ট করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button