খেলাধুলাফুটবল

গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটার

লিভারপুলের পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগো জোটা মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যমের দাবি, স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকার এ-৫২ মহাসড়কের ৬৫ কিলোমিটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। এতে জোটার সঙ্গে তার ভাইও নিহত হন।

ক্লাব ক্যারিয়ারে জোটা পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনে খেলেছেন। ২০২০ সালে উলভস ছেড়ে যোগ দেন লিভারপুলে। অল রেডসদের হয়ে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।

২০১৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর জোটা পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪টি গোল করেন। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন একাধিক শিরোপা, যার মধ্যে রয়েছে লিভারপুলের লিগ কাপ ও পর্তুগালের নেশন্স লিগ শিরোপা।

এই বিভাগের অন্য খবর

Back to top button